গত ৬ই মে সকাল ৭টা। কাঁচপুরে হেফাজতে ইসলামের কর্মীদের সাথে যোগ দিয়েছিলেন কুরআন ও ঈমান রক্ষা আন্দোলনে মুখোমুখি হয়েছিল এক কঠিন ঈমানী পরীক্ষায়। জালিম সরকারের পেটোয়া বাহিনী পুলিশের বুলেটে লুটিয়ে পড়ে তার দেহ চলে যায় প্রাণ। যার মধ্যে দিয়ে সে ঈমানের পরীক্ষায় উত্তীর্ন হয়েছে বটে কিন্তু গতকাল তার এস,এস,সি পরীক্ষার রেজাল্ট হয়েছে, কিন্তু তার মা-বাবা কাকে নিয়ে আনন্দের অশ্রু ফেলে মিষ্টি মুখ করবে। আজ আনন্দের অশ্রু নয় সর্বত্র শোকের অশ্রু ।
মায়ের আহাজারী আর বাবার বোবাকান্নায় স্তম্ভিত সবাই কিন্তু কে দেবে সান্তনা। আজ পরিবারের ও গ্রামবাসীর একটাই প্রশ্ন তাহলে কি সাচ্চা দিলে কুরআনের অনুসারী ও সৎ চরিত্রবান হওয়াই ছিল তার দোষ যার জন্য পুলিশের বুলেটের আঘাতে প্রাণ দিতে হলো তাকে। এস.এস.সি পরীক্ষার ভালো ফলাফলে মিষ্টিমুখ করাতে পারেনি তার স্বজনেরা বরং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তার শিয়রে দাড়িয়ে দুখানা হাত তুলে অঝোরে কাঁদলেন ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি শাহিন আহমেদ খাঁন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্বজনেরা। আল্লাহর ঘোষনা শহীদেরা মরে না, খালিদ সাইফুল্লাহও বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত তার সাথীদের মাঝে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
আমীন......................(Collected)
No comments:
Post a Comment